যতদূর মনে পড়ে,সেই ৯০ দশক থেকে শুনে আসছি-
আমাদের কলেজ সরকারী হবে –সরকারী হবে-
তারপর একজ্বালা ক্ষুর্ধাত নিঃশ্বাস বিশ্বাস নিয়ে
কত মিছিল মিটিং,কত দেয়ালে দেয়াল লিখকন !
কত শ্লোগানের ব্যানার ফেষ্ট্যুান -চৈত্রের রোদ
পুহানো দাঁড়িয়ে থাকা- মিতালী প্রণয়ের কথন-
শুনেছি হাজার প্রতিশ্রুতির রঙিন স্বপ্নকাটে দিন।


শুধু মিথ্যা প্রতিশ্রুতির ব্যর্থ আঘাতে নুনে যাচ্ছে-পাঠালয়
আমাদের রক্তাধিকার যারা লাঁথিমারে চক্ষুর আরালে
অবগায় ঘৃণা করে -তারাতো সবাই করেছে বিদ্যাপাঠ
তারাতো সবাই লালসার গুতোতে অন্ধ হয়েছে-
সেই অন্ধত্বের কালরাত পেরিয়ে কলেজ জাতীয় করণ চাই-
অনশন করো থানা মোড়ে হাসপাতালের তিনমাথা মোড়ে
আর প্রেমযমুনা যাওয়ার রাস্তার মোড়ে –মোড়ে !


জাগো বারে বাঙ্গালী -যমুনা পারের মানুষেরা জাগো
আমাদের কলেজ জাতীয় করণ দেখতে চাই !
সবুজ ঘাসের নীড়ের পরে শেষ নিঃশ্বাসটুকু যাওয়ার আগে-
কলেজটা জাতীয় করণ দেখতে চাই !


০১/০৮/১৬
========