সোনাই বন্ধু আমার শ্যামল গাঁয়ে
দুলদুলা করে দুর্বলা ঘাস-
হৃদস্পন্দন ছুঁয়ে যেতে ইচ্ছে করে
হাজার লক্ষ কোটি মাস ।


স্মৃতিজোয়ারে পূর্ণিমায় ভেসে যায়
বসন্ত ফাল্গুনী ভরা চোখ
দিশেহারা নির্বাক- সান্ত্বনার মাঝে-
কিছু না বলা কথার দুঃখ-
ফড়িং বেশে উড়ে যাব ছুঁয়ে দিবো
সোনাই বন্ধু বুকের পাশ !


ভাবনার একাকিত্বের বিষন্ন বিকাল-
সোনালী মাঠ হয়ে যাই ঘাস।


(আসছে বন্ধু দিবস উপলক্ষ্যে -আজকে জাতীয় দৈনিক পত্রিকা যুগান্তরে বন্ধু নিয়ে আমার লেখা কবিতা প্রকাশ হয়েছে । ০৩/০৮/২০১৬ )


পত্রিকার লিংক- http://ejugantor.com/2016/08/03/index.php