ও রুপালী গাঁয়ে রে-
ছন্দ হারার সময় বুঝি এলো রে
চঞ্চলা হাওয়ার বেশে-
কবিতারা ছুটে চলে গেলো রে
বাংলা বর্ণমালারা উদাসেনি
ভাবধারা হলো রে।।


রোদদূর সোনালী মাঠ জুড়ে !
আর লেখা হবে না,ছন্দময় কবিতার গল্প-
আবৃত্তির কণ্ঠসুর নুনে ধরে যাবে
কবিতার দীর্ঘকাশির আর্তনাদ শুধু বরে
কি জানি কি ভয় ? অদৃশ্যময় -
ঝড়ো হাওয়া বুঝি এলো রে।।


০৮/০৮/১৬
=======