শূণ্য পৃথিবীর- শূণ্য দেহ মাঝে -
ঐ চঞ্চুর দু’চিলটি মাঠ দেখে যাচ্ছি-
বিবর্ণ রঙের রঙকরা রঙ চাষ করো !
অধরওলটানো কত না চিত্রকলার ছবি!


ঐ অধর তুলির ক্যানভাসে এঁকে দাও ?
আমার সাল্লিপলি ভুমিরে একটা ছবি-
একাকিত্ব ব্রজে উঠে- চিলিকে মারে
শূণ্য ঘরে খেলা করে প্রেমযমুনার কবি-


সাজাও যদি বহুরুপে বহু ধূসর মাটি?
গঙ্গা জলে উজান ভাটি ভাসবে না তরী-
বর্ষার জলপ্রবাদ হয়ে যারে চিরখাঁটি
শূণ্য অধরা নুনে পরা অবাক করে ছবি।


০৪/০৮/১৬
=========