মাঝে মাঝে রামছাগলের খামার দিতে ইচ্ছে করে !
ঐ চিরচিনা নীল সবুজের আইলপাথারের জুড়ে-
রামছাগলের পালগুলো সুশিখিত পশু হতো,
পঁচা ঘাস খাইতো না আর চরচোরা ঘুরে ফিরে;


ঝনঝাপটা শুনে দিলো, রামছাগল নাকি পোষ মানে
ঐ চীন জাপান থেকে পোষবিদ্যান নিয়ে আসতাম-
এনেই বা কি ? ছাগলের তখন চোখ হবে- মুখ হবে
শিং দুটো তেরে আসবে; বলবে কে একটু থাম-


টগবগ মাংসের গরম -থাকবে না লজ্জাসরম !
ভাবিস কি আর -ময়মশলার তৈলে ভাজা হবে-
দাঁতের চিবিনিতে মজা লাগবে মাংস টেনে টেনে
পশু তো নয় তবুও রামছাগল থাক গোয়াল মনে।


০৯/০৮/১৬
======