প্রখর সুর্যের তাপে শীতলময় ছায়ার
মোড়ক উম্মোচন করেছো-
এক জিদ্দির চাওয়া পাওয়া হিসাবটাও
প্রচ্ছদের উচ্ছ্বাস কত এঁকেছো!


শুধু আমার কর্মবিমুখর বিবর্ণ শব্দ চয়ণ
কবিতার বেনারশি মুখ উম্মোচন করলে না-
তাতে কি ? হয় তো বিধার নিঠুর ভাগ্যলেখন;
অসহ্যময় সংসার ক্রোধ দেওয়া যন্ত্রনা।


গর্ভধারণ না হয়েও যে, আদার স্নেহ পাওয়া-
উপন্যাসে রক্তজল ভেজা কৃতজ্ঞার হাওয়া
তবুও সুধ হবে না তোমার কষ্টসাধ্য ঋণ-
দিয়ো গো বিধি তাঁরে আমার পূণ্য সমাপন।


১১/০৮/১৬
=======