ফিরফির করে দোল খাওয়া ঘাসফড়িংর সংস্পর্শ থাকা
বাঁশের ঘরে আশ রে আমার -বাঁশের ঘরে আশ-
শস্য শ্যামল সোনালী মাঠ প্রান্তর জুড়ে কেনো আজ
কৃষ্ণচুড়া শিমুল পাঁপড়ি উড়ানো হলো আকাশ-
রে আমার -পাঁপড়ি উড়ানো হলো আকাশ!


সেই না আকাশ জুড়ে নতুন করে- কার রঙতুলিতে
দৃষ্টিনন্দিত ছবি হবো -কার কাব্যসাহিত্যের চয়নে-
অমৃত্যুর সৃষ্টি শুভা সমবেদনার শব্দ ঝরা বাতাস হবো !
কার বা আবার আবৃত্তির কণ্ঠসুর ছড়ানো মৌলসুবাস-
তবুও আমি আমার আমিত্বে খুঁজেফিরে থাকি বার মাস।


সেদিন হয় তো ভালোবাসার রঙিন ব্যস্তবতা হবে সর্বনাশ-
বিষন্ন জলকণার স্বপ্নঘোরে অল্পস্বল্প দেখবি- দেখার আশ।


১৪/০৮/১৬
======