ও গাঁয়ের নন্দিত ছবির হাট বসে,প্রতিক্ষণ-
একদিন শঙ্খচিল ,জোনাকিরা জ্বলে উঠে খালবিল;


গজাচ্ছে কিছু মুখমণ্ডলে পাখির মতো ডানা-
সেই ডানায় উড়তে চায় ময়না -উড়তে চায়
-মাঝে মধ্যে ঐ খলনদীর মোহনায় – মোহনায়-


কারুণ্যপুতুলের মন দর্পণে বহুরূপী বাসনারা শুধু
রঙতুলিতে আঁকা পড়েছে আঁধারের ধূসর ছাপ,
শব্দ অতুল নুপুর পায়ে নাচ সাজানোর রঙিন খাঁপ;


তবুও মৃদূ দর্শণ পাড়ায় দেখবার চাপ ধরেছে আশায়-
ঢেউ খেলার ধাপ বয়ে যায় ঐ খলনদীর মোহনায়।


১৬/০৮/১৬
======