তুমি নদীর মতো দক্ষিণায় কেনো বাও-
এই ভাটির গাঙ্গে ফিরে নাহি গো চাও !
গাঙচিলের সাথে রোজ খেলা করো-
শান্তিপায়রা বুকে সুখের নিস্পন্দ গড়ো।


ঐ দৃষ্টিনন্দন স্রোত ধারায় ভাঙ্গো মাটি-
প্রণয়ের চঞ্চলা পথ জুড়ে কেনো চরকুঁটি
ভাবগঙ্গার কুলে গো রূপ লাবণ্যের বন্যা-
বর্ষার ছোঁয়া ছুঁই ছুঁই কেনো শ্রাবণের কান্না;


বলো কি আছে কলকল শব্দধূসর দক্ষিণায়-
শুধু এই ভাটি সোনাপলির মাঝে তাকি নাই;
তুমি নদীর মতো দক্ষিণায় কেনো বাইয়া যাও।।


১৭/০৮/১৬
========