পূর্ণিমার সাজ বহর লাল ওলির সৌন্দর্য বসেছিল
একদিন, পাঁপড়ি ছড়ানো এ গোলাপের উপর-
-সুগন্ধী সৌভাস কতটুকু বা নিয়েছিল ভ্রমর?
দিয়ে গেলো একরাস বেদনাক্ষত স্মৃতির মোহর;


-শুকনো পাঁপড়ির গোলাপ করেছে মরমর আর্তনাদ-
মরমরাণি দেহতে শুধু কোরবানির -রক্ত দাগ
-সেকি আর ভ্রমরী চন্দ্রনীল বুঝতে পারাপর !
অর্ন্তসুখ নাগর হলুদে কাদামাটি করছে জলনাগ।


২২/০৮/১৬
======