লাল চন্দনপুষ্প জ্ঞানসাগরে
অবোঝ ঝরে জল-
কালো মিয়ার মুর্খমেঘ রঙ্গরসে
হাটু জুড়ে বল
-বল দেখি খল–
পঞ্চ ইন্দ্রিয়গোচর ভরে জল খাই-
ঐ ওয়াসার স্রোত মুখে-
ডুব দিতে যাই!
-ওরা তো কাবু পূর্ণিমার
চারি ভরা জল করে ঝল ঝল নক্ষত্র রাত-
ওরা তো সবুজ সোনালী
শস্যক্ষেতের রাক্ষস;
আমন্ত্রন জানাবো না ডুব সাগর,-
অসহ্য যন্ত্রনা একলাই থাকি,
আঁধারে বিবস্ত্রহীন ফানুষ।


২৩/০৮/১৬
======