উতালপাতল করেছিল নদ, এখন ধুধু বালুচর-
কখন জানি এতটুকু পলি সাজসাজাছিল ঘর
তাও নাকি এখন ইটভাটার মত পুড়েধুরে
এক নম্বর ইট হয়েছে উঠান জুড়ে উঃদক্ষিণ বর !


আর কি আছে বাঁকি; তবে মাঝে মধ্যে একবস্তা
সিমেন্টের গা মিশ্রন ইচ্ছে করে কারণ বালি,ইট,পাথর
জল সিমেন্টে জমাট বাঁধা ইমারতে হর
আর কি বাঁকি -অগ্নিমালা কৃষ্ণচূড়ার গল্পকবিতার মর্ম সর


বলো তবে কি নদজুড়ে সাঁতার কাটা জলসুখ নাই?
কখন হবে উঃদক্ষিণ বরের সাজসাজা পাই।


২৪/০৮/১৬
=======