এক নীলাবক্ষয় পর্বতমালার আগ্নেয়াদ্রি-
দেহের প্রতিটি অঙ্গপ্রতাঙ্গ প্রবাহমান সত্যি !


সেতো শকুনপাখির ঊর্ধ্বদৃষ্টি ঠোঁটে করে আহার
অনলে জ্বলেপুড়ে করে ছাইয়ের বাহার;


ভীষণ প্রণয়ের ঊর্ষসী অবোঝ ভরা মন
কোন অর্ন্তগুহায় গেলে সংসার সুখ করবে বরণ;


অপেক্ষায় আছে জোনক জ্বলা আঁধারমাটি !
দ্বিপক্ষের মনচূড়া বিবেক হবে চক্ষু জলখাঁটি-


মুক্তির পথ খুজেফিরে শুধু অভিনয়ে ।বিভীষণ
চিরোবিচ্ছেদ আজও সত্যি -ঊর্ধ্বদৃষ্টি ঠোঁটটি।


২৭/০৮/১৬
======