যদি থাকে বসতভিটার মধ্যে
ভৌতভয় একগলা বিভীষণ !
-তাহলে তো হিংস্রপশু
হায়না শকুনের হবে বন-
চতুর্দিক বিনষ্ট বিভীষিকাময়
আপন প্রণয়ে বসবাস করো কেন ?
আগ্নেয়াদ্রি ! কি করে হবে
বোধময় ঊর্বশীর মন;


-রাজামশায়ের রাজ্য বুঝে না
তীক্ষ্ণ ঘণচুলের মাথায়-
বাঁশনিবাঁশে কয়েক ইঞ্চি পিরিতি ঝর্ণার
কুলকিনার ভাসায় !
বিভীষণ শুধু ধোঁয়াতুলশি পাতার মত
বাঁশি বাজায়-
তৃণকুটিরে মেঘভাঙা বাদল হাহাকার
শুধু তৃণবুক নির্বতায়।


২৮/০৮/১৬
======