ক্ষয় হয়েছে !
-তৃণলতার গায়ে উষ্ণতার সবুজ রঙ ভরেছিল
সেই সবুজ রঙ হাত পরশের সমস্ত ময়লা-
নিঃঘুম গন্ধসাবানে মাজাঘষা করেছে পালা
-সংকীর্ণ মন নুপুর পরেছো গয়না !


তার পরও নীল সালাম এবং কেবল ক্ষয়
ক্ষতচিহ্নগুলো স্বর্ণ পায়ে খোরারোগ হয়েছে-
কি করে গা শুকায় -কি করে বর্ণ হয় ক্ষয় ?


শুধু ওখানেই ক্ষয় তৃণ উষ্ণতার গায়
তবুও সবুজ রঙের বাহার গুলো এখনো
সুখবিলাসী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।


৩০/০৮/১৬
=========