তোমার শরতে আজ
লাল কলাবতীফুল বাহার-
আমার কাঁশবনে শুধু
সাদা কাঁশফুলে হাহাকার !
তুমি শরৎ হেমন্ত চিনো
চিনো না মোর বসন্ত-
করে গেলে একগলা ভিজা
খলজলের বাষ্প হাওয়ায় উড়ান্ত;


তুমি কলাবতীফুল বলে
ঝরবে দেখো একদিন !
উইপোকা তেলপোকা খেয়ে যাবে
সেদিন ভেবো নিয়ে এই আমাকে-
প্রণয়াঘাতের অভিশাপে তোমার
জায়গা হবে নর্দমার বিল -
ভাবিস না ক্ষমা পাবি না একতিল
ঘৃণার পাঁপড়ি ঝরা থুথুর হবে দিল -


-অবাক চিত্তে প্রণয় দেখবে তখন
অভ্যর্থনায় সুস্বাগত কাঁশফুলের চিল।


০৪/০৯/১৬
=======