সোনা নায়ের বইঠার অসুখ হয়েছে
স্বপ্নহিল্লায় শুধু সাঁতার কাটে-
দুর্বল সখের বর্ণা নদীর ভাসায় বন্যা
রাতপোহানির সুর্যহাসে ঘাটে।


বাছখেলার কথা শুনে দৌড় দেয় মাঠে
মেহেগুনির বইঠারে সানশক্ত ধর কাঠে-
দুর্বলা খাঁটি জনম হবে পলি মাটি
চরের মধ্যে জোছনা রাত রে বাঁটি!


যা রে অসুখ ভাল হয়ে আয় পরিপাটি
সোনা নাও ভাসায়-স্বপ্নহিল্লায় খাটি।


০৭/০৯/১৬
======