ওখান থেকে ঝরে পরেছিল ঐশ্বরিক বর্ণমালা
অনন্য সৃষ্টি প্রেমময় কবিতার রুপগুণ টেনেছে দৃষ্টি পরান-
শুধু স্রোতময় সম্পর্কটার ভীষণ অনুরাগ অভিমান !


তবুও অজানা ছিল সম্পর্কের শিরোনাম-
ধু ধু বালুচর ঐখানে আখি জুড়ে জলশূন্য নাই দাম;
অদৃশ্য পোড়া ছাই আক্ষেপ বিক্ষেপ হয়েছে শ্মশান।


শিল্পকর্ম জুড়িয়ে কবিতা গড়েছে শুধু সুখবিলাস-
আর সম্পর্কটার হলো ভাণ্ডঘরে ঘুমপারানির দাস!
শুধু কি রুপগুণ টেনেছে দৃষ্টি পরাণ।


১৯/০৯/১৬
=======