আমার নাকি মেলেছে দুই ডানা
উড়ে যেতে তাই নেই কোন মানা
শুধু রাগের মাথায় শিংকরে খারা
শান্তর বেলায় হাজার রকমের বায়না-


টিয়া দাও, পায়না দাও, সদায় দাও
কেনো জানি বই খাতা চায় না চায় না
বইটির মাঝে দেখো না টিয়া,পায়না আছে-
সে কথা বুঝতে বুঝি পায় না -পায় না;


ডানা পেয়েছো বলে কি উড়তে হবে
স্বাধীন মতো করো গায়না বানা ?
বয়সের ভারে বুঝবে যখন তখন-
ডানার চোখ পরেছে কানার ছানা ।


২৬/০৯/১৬
=======