ভুলে গেছি দূরন্তপনা বৃষ্টি জলের ভিজা ছল
কাদামাখা মাটি স্বপ্নসিঁড়ি উঠার বল-
শুধু কষ্ট দেওয়া ঠোঁট আর মিষ্টি তৈরি করে না
বর্ণমালার দই ছানার এতটুকু কল্লোল!


ভুলে গেছি নির্লজ্জ দেহ-বেদনায় ক্ষত বিক্ষত
বহুদূর করছে শুধু টুনটনির বসবাস-
মুখদর্শন- দৃষ্টিকথন আর হয় না স্মৃতিরা নির্লোভ
-হয়ে পরেছে বিনম্র শ্রদ্ধাবোধের পাশ !


তবুও পূর্ণিমা রাত শুনতে পায় কবিতার আর্তনাদ-
নির্লোভ শুধু ভুলে গেছি বিষন্ন বিষাদ।


২৭/০৯/১৬
=======