শোকাহত দায় স্বীকার করার বোধ যেনো
দেহের মাঝে স্ট্রাবলারের আলপিন-
জানি শুধু জানি আহ্ববান জানাবে না, নির্জন
একাকিত্ব বাদল ঝরা আষাঢ় শ্রাবণ!


তবু চিরসবুজ প্রণয়ের মাঠ জুড়ে অবগাহন
কিনচিত ঘৃণ্যর দায় ঘ্রাণ ছড়ে উঠান-
কেনো জানি সমস্ত দায় ঐখানে সুখি করানো
প্রতিশ্রুতির বসন্ত ফাল্গুনে প্রবহমান ?


এ নিয়তি এ পরিস্থির করবে তো দায় স্বীকার
সহানুভূতির চিহ্নটুকু নাই তোমার!
শুধু অালপিনের ব্যথায় হয়ে যাবে চিরবিদায়-
-এসো না ভুলে করতে দায় স্বীকার ।


২৮/০৯/১৬
=======