জঙ্গল দেহ প্রীতির আগে পিচে এতো
ক্রোধ থাকে ঠিক শিমুল গাছের মতো;
একটু হাওয়ায় হাওয়ায় ঝরে যাবো-
-কৃষ্ণচূড়া পাপড়ী রাঙায় কত !


ভাল লাগার অবোঝ লোভ
ভালোবেসে পেলো ক্ষোভ;


-তবুও জঙ্গলে অমাবস্যায় বামন
বামনী রাত পূর্ণিমা ছোঁয়ায় সারাক্ষণ-
হায় রে অবোঝ প্রীতির যৌবন
বিষাদের ঝাউবন চুসে অর্ন্তক্ষরণ।



২৯/০৯/১৬
======