দুই দেহে শূন্যে মিশে
বাষ্প হাওয়ার কুল-
কুলবাগান জুড়ে ফুটে পূণ্যধূল;
শুধু ফুল ফলের ঘ্রাণে
চাইয়া থাকে মাটিরো মূতি-
দেহ মন আরাধনায়
মগ্ন করিয়া ঈশ্বরও সন্তুষ্টি;


কি বানাইছো রঙিনা ফানুস
মন অসুরদলনীর নাই হুশ-
হুশ ডুবাইয়া জলের মাঝে
ভাসাইছো ঈশ্বরও পুষ!
মাটির মুতি মাটিতে মিশিলো
ফুল ফল গাছেই শুকিলো
নিঠনাসুর বাজিয়া তুল পুতুলের গায়-
কি ঘ্রাণ ছড়িয়া দেহপুজার ফুল!
দেহফুলের হইলো না পূণ্যর ধূল।


০২/১০/১৬
=======