দেহ কৃতির ধানরস রে কাউয়া খায়-
বল ঋণের বান রে চিলে ঢেউ উড়ায়
শস্য ভরা মাঠ কেনো চর হয়ে শ্মশান
শুধু কি রে স্মৃতির শকুন জুড়ে উঠান
আর গাইয়া যায় বিভোর কোকিলা গান;


মনের মায়া জুড়ে ইলিশে মারার জাল
কেনো লাগে না রে লঙ্কা চুসে কাউয়াঠোঁটে ঝাল;
সব খায়া যা দেখবি শেষে উল্টো সিকে কাল-
ঋণের চাপে সঙ্গ হারা রে ধোঁয়াবাজির হাল!


তবুও লাগে না লাগে না- কাউয়াঠোঁটে ঝাল
পুষ্পরাজির গাঁয়ে রে বাঁশপাতার চাল।।


০৪/১০/১৬
=======