দেহ কলিজার মধ্যে হাতস্পর্শে খুড়ে খুড়ে-
কুরবানির পশুর মতো রক্তাত করো;
তারপর কোন নিষ্পিষ্ট বোধময়ে গুরুদান দাও উপহার;
অপকর্ম্য করার আগে ভাবনা ঐ গোলাপ ফুটার মতো-
গুরুদানে কি গন্ধ ছড়ানোর সৃষ্টিটা কার যত শত;


তবে কি তাই- কেউ বলে অসুস্থ ঈম্বর আবার
কারো অন্তর চাষে অবিশ্বাস কিংবা অস্বীকার !
তবুও আগে পিচে নেই বুঝি বিধির ভয় বোঝার,পুথিজ্ঞানে থরথর-
অর্ন্তক্ষরণ অর্ন্তজ্বলন উল্টোরোদন ঝরা বর!
ঠিক তখনটায় শুরু কলিজায় প্রণয়ের সর জুড়ে হবে নরভর
ভাবতে একা গুরুদান যে কালো জ্বর।


১০/১০/১৬