চাঁদ পোড়া চাঁদের অহংকার না থাকলে
বুঝি ও চাঁদ পূর্ণিমার মায়াবী ছড়াতো না-
আঁধার জ্বলা অমাবস্যা না থাকলে-
চাঁদের মঞ্জিমা খোঁজ করতো না;


শুধু কি দুর্গমক্লান্তিময় বিষাদ
একাকিত্ব প্রণয় ঝরা নাপুহানো রাত!
সত্যিই অহংকার হলো পূর্ণিমা ঝঝাল বাঁধ-
অবশেষ বুঝলাম জানি অর্ন্তমরনে স্বাদ;
তবুও কি চাঁদের অবোঝ কথার
মনোহরে অমাবস্যা বুঝে না ।


তবে কি শুধু ও দয়াল দু’জন ছাড়া
জগৎ অর্থহীন শূন্য পাগলপাড়া
সুখের কুলে পার হওয়া নায়ে-
পিরিতির হাওয়া বয় স্মরণে কাঁন্না।।


২৩/১০/১৬
=======