সিটিসেলের সকালবিকাল বড় দুষ্টুমিটা বন্ধ হয়ে গেলো
ঠিক ফসলের মাথায়-কত চিনাজানা শস্য শ্যামল হলো নষ্ট-
আর কি স্বপ্নজাল আবার কবে যে নবান্নের গন্ধ ছড়াবে
জানি না -হু বুঝেছি - সে পর্যন্ত অপেক্ষা,
-সত্যি সেগুন পাতায় পাতায় খড় উড়ালো;


শুনেচ্ছি- এয়ারটেলের নাকি ভীষণ সুগন্ধ সৌরভ!
চিনাজানা কচি, পাকা ফসলগুলো সৌভাসে দুলাব
দুলানির অবেশে নাহয় নতুন ভাবনায় ছড়াব ফুলেল-
তবে কি এ মোহনায় বিদায় সিটিসেল !


না না ফিরে চাই নতুন রুপ গুণে লাবণ্য চল
যেনো সমস্ত বোধের ঘর আলোকিত করে -বল-
ফিরে এসো -ফিরে দাও বন্ধ থাকা একটা কল।


২৫/১০/১৬
=======