-অবোঝ কথার বল বলে
মনোচক্ষু ভরে জল আছে নারে-
শুধু শুধু অঙ্গবঙ্গ অহংকারে
ভিজাই কষ্ট জল শিশিরে !
ভাবনার মনো উঠান জুড়ে ।
দেখো যদি দুর্বাঘাসের শিড়া
ছুঁয়ে নিয় সবুজ মাটির বেড়া-
বেলাশেষে নীলরঙে পৃর্ণিমার ভেলা
রাঙা শিশির পায়ে ছুটেছ,বসেছে মেলা !
মেলার মধ্যেখানে হারিয়ে যাবো
খুঁজে বারাবে জলচক্ষু ঝরে ঝরে;
সদা কিনে নিয়ে যেও কুঁড়ে পকেটে
রাখ না মন আচল দূরে দূরে।


০১/১১/১৬
======