জলপাই পাতার বেহেলার সূরলহরী বেজে গাইয়
বিষন্ন গানের আর্তনাদ, আটির গায়ে লাগালে নাই-
শুধু মাথার ঘোরে জলপাই পাতার ছাউনি
দেহ মনে কলাপাতার দক্ষিণা উড়নি !
কাঠাল পাতার চাওনি জুড়ে পুড়া সই
রাতদুপুরে বাজনা বাজার স্বপ্ন ফুটা খই ;
জলপাইতলায় জলপাই পাওয়ার সময় এখন-
চল খাইয়ে আসি, জলপাই স্বাদ গুণে পাতার ধরণ ;
রোদবৃষ্টি ঝড় হাওয়ায় পাতার চরণ -
মুখে লাগনো চুকো কি আর জয়ের ধ্বণি যখন তথন।


০৩/১১/১৬
=======