এ মাটির দেহে কত না শত্রুমিত্র করে বসবাস ?
শক্ররা সুযোগ যোজনায় করে সর্বনাশ-
আর বন্ধুরা তো করেই চলছে আনন্দ উল্লাস !
সর্বক্ষণ দু’জনার মাঝে সংঘর্ষ লেগেই থাকে-
হঠাৎ করে জয়ী হয় বসে,ক্যান্সার সারিবদ্ধ বাঁশ
ও ঈশ্বর দেহের মধ্যে শত্রু কেনো করে বাস ?
তোমার সেবায় নাকি নিয়োযিত করেছো মানব ! তবে কেন
বন্ধু হতে পারলাম না -সেবিক হতে পারলাম না
শুধু নির্দয়ের কিডনি ক্যান্সার কাছে পজয়-
রুক্ষে দাঁড়াও হে মানব সমাজ- মিনতি করি
-ও দয়াল করতে দিয়ো না শক্র বসবাস।


( এই কবিতাটি আমার সহকর্মীর ছেলে কিডনি ক্যান্সারে আজ মারাগেছে তাকে স্মরণে লেখা )


০৬/১১/১৬
=======