কৃতজ্ঞরা আজ বেসামাল
ঠোঁটের ভাজে আম, তেঁতুল, জলপাইয়ের স্বাদ-
ভাবনার ভ্রমজালে ধরা পরেছে
৭ নভেম্বরের আর্তানাদ;
নতুন জন্ম আবার কি নতুন অকৃতজ্ঞ !
শুধু রক্ত ঝরা বক্তবে ধরেছে যক্ষ্মা-
বোধশক্তির স্পর্শে পরশে নভেম্বর না আসলে
বাহারি রঙের শস্যমাঠ ভারতো না-
আর ক্রোধ সীমায় হতো না রক্ষা;
-তুমি আসবে বীরের বেসে-
নিরবে ভিজাবে মনোচক্ষু বিষাদ;
তবুও কৃতজ্ঞার গায়ে যক্ষ্মা।।


০৭/১১/১৬
=======