মনটাকে ভান করে কিছু কথা না বলে
যাচ্ছো কথায় প্রিয় মুখের বর্ণ পাখি বেসে?
রেখে, সীমানাহীন দৃশ্যপটে আড়ি-
শুধু স্মৃতির আরালে বউকথাও ঐ বাড়ি;
ডানা তোমার শূন্য হলে-দিলাম অচিনপুর পারি!
দুঃখ কষ্ট রেখো না চক্ষু কোণে জলআড়ি-
বন্ধু তুই আমায় রাখিস- তোর ঘরের পাশে
পৃর্ণিমা তারার সারি সারি।


{ উৎসর্গ ঃ প্রিয় বন্ধু সঞ্জয় স্মরণে }


০৮/১১/১৬
=======