মাথা আছে চুল নাই
চুলের দুলানির মাঝে পাখির বাসা-
তাতেও নাকি ডিম নাই-
ছোলক ধাঁধার মত কথা !
লাগেছে লজ্জাবতির গাথা;
মেঘবতি উড়ে যায় -যায়
ভালোবাসা সাজিয়ে দরিয়ায়-
মাথা আছে চুল নাই।


চুল তার বসন্তের কোকিল
গধূলির মনমুগ্ধ করা স্লিগ্ধবেলা
কেউ হয় না রে উকিল !
নিজ ঘরে পূন্যপ্রেমে দেখ খুঁজে
পৃর্ণিমা ছড়ারাতে মিলেবে নিখিল
শুধু মাথা আছে চুল নাই।


১০/১১/১৬
=======