মনমরজিদে নামাজ পরি
মনমক্কায় পুজো করি-
ওতোরা মুখের বলে
করো এই কোন খেলা;
ও মালিক সাই তোর দর্পণ
দর্শনে নিলা বুঝা ভারি !


কপাল আমার ছিরা ফিলি
সিজদার ছলে বলে;
সদ্যস্লাতা শিশির ভেজা
অনুভূতির চক্ষু জলে !
সে তো মন নদীর উজান
ভাটা হইয়েছে চর-
চর পারে বালিশুকানো
রয়েছে শূন্যমেঘের নাড়ী ।


নাড়ী পুতেছি মরজিদ মক্কায়
ও তোরা বুঝো না রে
বাউল ভাবনার বাড়ি-
পালঙ্ক আমার আঁধার বাঁলিশ
কার কাছে করবে নালিশ
মনসিজদার ভবন আরে মনসিজদার ভবন
মন রে পূন্য নায়ে দিবো পারি।


১৩/১১/১৬
======