চকচক সাদাকালির কলম গায়ে ঝিলঝিল করে-
জোছনারাতে মনানন্দে নরমখাতা ভরে ভরে
রঙ বেরঙের কত কিছু না ঘাসফিড়িং লেখো !
ভুলে যেতে চাও গো শুধু বাঁশপাতার স্মৃতিময়
ভরা নদীর ঢেউয়ে ভাসা বাস্তবতার সুখো ;


একগলা নর্দমার পাপ যখন কালিরুপ পূর্ণ হবে-
শূন্য কলম জুড়ে মৃত্তিকা ধূসর রঙ ছড়াবে ?
মনে করবে কি তখন বাঁশপাতার চিরল ক্ষণ-
ফিরে পেতে চাই প্রত্যাবতন রাখালিয়া মন !
কলমের মাঝে করবে না আরাধনার সহমরণ ।


১৫/১১/১৬
======