হায় তোর কলমে নারে কালি
তাই তো আমাকে দোষাইলি-
দোষের গায়ে জলপাইয় আটি
প্রণয় ছাড়া দুঃখ হয়েছে খাঁটি।


নারে চিনি নারে খাঁটি রসকালি
কালি আমার পেয়েছে জলউল্কি!
কে ভাসবে খেলবে দোষে অলি-


প্রভাতফেরি বেধেছে শুধু সুরলহী-
প্রজাপতি চাই না বৃন্দাবনের কলি
প্রণয় ছাড়া দুঃখ হয়েছে খাঁটি।



১৭/১১/১৬
=======