পিরিত আমার কান্দাইয়াছে-
ভাঙ্গা ভাটির নদী জল হইয়াছে ;
চরের পারে আসে না শ্যামল হওয়ার সুখ-
তুফান বালু করে শুধু অন্ধ দুখ ।।


দুখ আমার হেসে বেরায় চন্দ্ররাতের
প্রণয় ঘিরা মেঘের সাথে পারি পার-
সাগর ঢেউয়ে ঝর্ণাধারা বয় পিরিত আমার!


সমপিরিতি সাজিইলো না হইলো
শুধু একাকিত্ব বুক- শূন্যপাজরের পূথিবী
আমার রয়েগেলো কান্দনের চোখ।।



১৯/১১/১৬
======