দুই পাহাড় মারী তোর-বয়স হয়েছে ছয়!
এক মারীর দাঁতের হলো রে পরাজয়;
দুঃখ স্মৃতি চলে গেলো ইঁদুর গর্তে নিধন-
নতুন দাঁতের চিন্তায় পরে না গড়ন।
তাই বুঝি দু’পাঠির ফাঁকে- ফাঁকে-
কোরতয়া, ইছামতি, বাঙ্গালী আর
যমুনার স্রোতমাখা ডাল খাবার
বাঁধমানে না-ঢলনেমে যায়
দুষ্টুমি আর দুষ্টুমি তবুও ভয় নাই!
আরেক মারীর দাঁত- বিড়াল যে
খেয়ে যাবে দুধ মাখা ভাত-
সমস্ত নিধনে ভাসিবে দাঁত।



২২/১১/১৬
======