দিবালোয়ে আঁখি দু’টো করে শুধু নেশা নেশা
ঝরছে নাকি ফুটেছে বলে ছিন্নি গায়ে রক্ত জবা -
ভাবনার রসমঞ্জিল করেছে করুনা বেলা !
ঐ গোলাপের শুকনো পাপড়ি ছোয়ায় যেনো
আজও টন টন করে বেজে উঠে-
নিলর্জ্জ ব্যথা পাওয়ার খেলা আর খেলা ।
তবুও জাগ্রত সময়ের হাকে জবা চোখ আর চোখ;
ভুল অভিমানীর লাল গোলাপ শুধু
স্লোন করার পড়েও লালমাংস উম্মাদ-
দোষটা নিও না ফিরে যাওয়ার প্রসাদ
এখানেই শুধু থাক নাহয় রক্ত জবা চোখ।



২৯/১১/১৬
=======