ভবের মনপাখিরে দেখি শুধু
নীল আকাশের মেঘে মেঘে-
এতো ডাকি-দেয় কেনো ফাঁকি
এসো বুঝি ঘুমপারানীর আগে !


হাজার ফাল্গুনী রঙ পুষেছি
শুধু রাঙাবো তোরে একটুখানী-
কত জোনাকি গেছে মরে
শুকিয়েছি গোলাপের পাপড়ি-


সুখ লাবণ্যয় ছোঁয়েছ ডানা
রঙমেলায় উড়েছ নেই মানা
ভব সাগরে যাও গো দেখে-
পোড়ে যায় হাজার জোছনা ।


০৫/১২/১৬
=======