যখন একটু একটু লেখা শিখলাম
কলমের কালি শুধু টগবগ করত !
চঞ্চলতায় যা লিখতাম তাই হতো ;
কি উচ্ছ্বাস কি প্রত্যয় নিশান-
ভাল লাগা আর সৌন্দর্য চারিধার ছড়ানো
স্বপ্ন দেখার হলো অভিমান।


মাঝে মাঝে কলম লিখতে চায় না
ঠিক নারিকেল তৈলের মত জমে থাকে-
খাতার পৃষ্ঠাগুলো আলকাতড়ায় লেপ্টেনো
কি নিঠুর লেখা যায় না- লেখা যায় না!


হঠাৎ মঠাৎ শ্যার্ট প্যান্ট মেখে দেয়
রাতের পূর্ণিমা তখন মুখঘুরানি লজ্জায়
হিমশীতল প্রভাতি খিটখিটায় শুধু আধার
কুয়াশায়,কলমের ছবিটা হারিয়ে যায়।


১০/১২/১৬
=======