মনমৃত্তিকা জুড়ে
অদৃশ্য ক্যান্সার বাসা বেঁধেছে-
কখনো বেদনা
কখনো অনল শুধু নৈঃশব্দে আর্তনাদ -
কিছু ব্যথার নুনা
ছিটানো পাও ঔষধিগুণে স্বাদ !
প্রেমমৃত্তিকায় নিয়মতান্ত্রিক
বড়ই অমাবস্যার চাঁদ।


ছুঁয়া যায় না -
দেখা যায় না শুধু গভীর অনুভব,
রক্তক্ষরণ ঝর্ণার বুকে
মায়াকৃষ্ণর নাক ভরা দীর্ঘশ্বাস-
তবুও যদি
ক্যান্সার ঘিরে ক্ষিণ প্রণয়ের আশ !
রঙ বাহারি মায়াকৃষ্ণ গায়ে
মৃত্তিকার স্পর্শ ।


১২/১২/১৬
=======