একটা নীল তারার পাশে
আমাকে দেখি -শুধু খুঁজে হারায়
একটা বেদনার শশী !
ঝিলিমিল করে হায় রাতের-
জলশুকানো আঁখি ।


ঐ যমুনার শীতল ঢেউ দৃষ্টির ভেলায়
আমাকে ভাসায় –
জেগে থাকা স্মৃতির চরে
উষ্ণবালুর মতো লটপটিয়ে থাকি।


ঐ পূর্বালী ঘাসের উঠান জুড়ে
শুধু আমাকে হারায়-
একটু একটু খুঁজে পাওয়ার সুখানন্দ
আমার আমির মাঝে পাই -


সত্যি একদিন আসবে তারার পাশাপশি !
সেদিন নাহয় সুখবেদনায় জ্বালাবো-
একটু প্রণয়ের মুখমুখি ।


১৯/১২/১৬
=======