রক্তগুলো ধানশীষের মতো সোনালী রূপালী
আর লাল সবুজ- জলতরঙ্গগুলো খেলা করে
যেমন নৌকার মতো-আঁকাবাঁকা গহীন পথ
তবুও রক্তগুলো সুনামীধারায় মতো বহমান!


কখনো ভাবে না রক্ত ডানাহীন শঙ্খচিল
দূরাকাশের নীল সাদা মেঘগুলির মতো-


একটু মসনদি সবুজ অরণ্যের বুকে রঙমাখা
কৃর্তজ্ঞার লেশহীন- বেঁচে থাকার জন্য
শুধু রক্তকমল ! এতোটুকু ঝিলমিল !
রক্তের চারিধার হিংস্র মসনদি ।


২০/১২/১৬
=======