নামহীন খেলায় খেলোয়াড় খেলছো রাতদুপুর
জানা নেই শুধু কে হবে চ্যাম্পিয়ান !
কত পুস্পসাজ্য মাঠ ষ্টেডিয়ামের ঝঝাল
আলোয় ভাল আর মন্দে পরিপূর্ণ ।


কোন খেলায় গেলো আমার দেহ সর্বনাশ
পূণ্য আঁধার রয়েগেলো অনাদায় খেলোয়াড়-
ছুটছে কত ক্রিয়ামদি দর্শক-তবুও তারা বুঝেনা
বেদনানাশক, কোনটা খেলামাসের হয়েছে পাহাড়-


নামিদামি গড়েছো কত ঝিলকে মারা নাম !
তোমার খেলার নাম জানো না তাকি আর হয়-
করেছো শুধু ভাবনাতে ভাবো বদনাম ।


২১/১২/১৬
=======