যদি বলি নিঃশ্বাসের নাম পিরিতি !
ভুল হবে না –প্রফুল্ল বিশ্বাস এনেছে কত না অসঙ্গতি-
নৈঃশব্দ মাঠে ময়দানে জলঝরা নীতি ;
কে দেখে একটা সোনার চাঁদ-
কে বুঝে নিঃশ্বাস গতির ফাঁদ ।


শুধু মুখে বলেই কত না ভালোবাসি-
খুশিতে চন্দ্রতারা পূর্ণিমাতে নাচানাচি ।
দেখ না তুই নিঃশ্বাসে কতখানি কাঁচি !


কাঁচির মাঝে ধরেছে প্রণয় রোগ বুঝি-
সেকি আর বুঝো গো ওবুজি !
নিঃশ্বাসের মাঝে কত পিরিতি-
স্মৃতির বালুচরে নিশ্বাসটানে শুধু ইতি।


২২/১২/১৬
=======