যখন দেখেছিলাম বিশ্বমানবতার বুকে
ফুলেল সৌরভ ছড়েছিল ‍দিগান্তের পথে;


ঠিক তখন ওরা পশুশিকার করার মত
হত্যা করা হলো ! আর কোট পরা আনন্দবহর
রক্তরাঙানো অট্রহাসির ঠোঁট
হঠাৎ এখন শুনলাম আবার
ওদের অফসোস ভরা কণ্ঠসর।


ওরা বলছে গাদ্দাফি, সাদ্দাম খুন করা ছিল ভুল !
সেই ভুলের গণ্ডি পেরিয়ে বোধের মুখে ছড়ছে ফুলেল ;


তবে কি ভুল হবে ?
ঐ মানবতাবিরোধীর কর্মকাণ্ড, বলে !
বিশ্বমানবতার পরাজয় শুধু বিচার হোক
একটি ভুলের কারণে বিশ্বমানবতা আজও বিপন্ন সুখ-
আর চাই না এরকম কর্মকাণ্ড
শান্ত চাই বিশ্বমানবতার প্রাণ।


২৪/১২/১৬
======