রক্ত আমায় চিনে না শুধু রক্ত ক্ষরণ
দুলায় দাঁড়িয়ে ফুল বাতাসে উত্তরদক্ষিণ
দেহ তাহার জলকাদা মাংসপেশি বন্য হরিণ-
মায়াযাদু করলো আমায় বেদনার বেদুইন !


শুদ্ধাশুদ্ধি করতে আমায় যমুনার জলে ভাসা
তেল জলের হয় না মিশ্রোণ- কি করে হয় শুধু
তয় তরকারিতে স্বাদ পাওয়া জিব্বার উড়ন;


আমায় চিনো নদীর ঘাটে- মিশিলে মাটির
বক্ষ মাঠে- চরণ ধূলির মুখে রাখিও স্মরণ !
আমার রক্তচিনোন- আমার রক্তক্ষরণ।


২৬/১২/১৬
=======