রূপের বিকৃতে প্রেমময় চোখ অযোগ্য-
তাহলে কি কাম্য শুধু চোখের পলকে মৃদূহাসি !
এতোশত বুঝিনা- সামনে এসে পরো ;
যোগহীন কি দেখলে ? দেখো না- মৌমাছি মধু আহরণে-
দেখো না- প্রজাপতি উড়ে বসে ঘাসফড়িংর বুকে-


তেমনী করে অযোগ্য ভাবো কি করে ?
ক্ষীণ রূপের সাথে লাগাছো বিদ্বেষীর রঙ সরিষা ;
আমি চর হয়ে যাবো -কাঁচালঙ্কার !
তখন নাহয় ভাবো অযোগ্য ভমরের অস্থিপঞ্জর -
দৃষ্টির অগোচরে -সাদা ভেলায় জলঝরে ।


২৭/১২/১৬
=======