২০১৬ তুমি জোড়া মনের কি জোড়া ছিলে-
দেহের গিরায় গিরায় কি রঙ্গ রস দিয়ে গেলে
নতুন করে কি আর নিবো ২০১৭ বরণে !
দাগ কাটা জোড়া কষ্টগুলো রবে স্মরণে।


তবুও কিছু কথার বিষফোড়া ভুলে যেতে হয়
আর কিছু রঙিন কথাশুনার অপেক্ষা কাটতে হবেই
শুধু পূর্ণিমা পুড়া কত রাত -শুভেচ্ছার শোকাহত-


সৌরভির ইচ্ছা ডানাগুলো উড়তে করে না মানা
এভাবেই শেষ করতে চাই উড়মেঘের সীমানা-
বিদায়ের আঙ্গিনায় জন্মাবে নতুন ঘাসের দোলনা।


০১/০১/২০১৭
=========